চলচ্চিত্রের জগতের অমর নায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য এখনও ভক্তদের মনে অম্লান। মাত্র চার বছরের অভিনয়জীবনে ঢালিউডে নতুন অধ্যায় সৃষ্টি করা এই নায়কের মৃত্যুর ঘটনা তিন দশক পেরিয়ে নতুন মোড় পেয়েছে। আদালতের নির্দেশে তার অপমৃত্যু মামলাটি পুনঃতদন্তের মাধ্যমে হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। রমনা থানা পুলিশ সম্প্রতি তদন্তের জন্য উপস্থিত হয় সালমান শাহ ২৯ বছর আগে যেই বাসায় থাকতেন—রাজধানীর ‘ইস্কাটন প্লাজার’ ফ্ল্যাটে। মৃত্যুর পর ফ্ল্যাটটি সিলগালা করা হয়েছিল, তবে বর্তমানে সেখানে বসবাস করছেন নতুন মালিক। নব্বই দশকে সালমান শাহ স্ত্রী সামিরাকে নিয়ে এ ফ্ল্যাটে ভাড়া থাকতেন। গত সোমবার (২০ অক্টোবর) সালমান শাহের মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি হিসেবে নাম রয়েছে নায়কের স্ত্রী সামিরা হক। এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের...