বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার মৃত্যুর রহস্য নতুন মোড় নিয়েছে। আদালতের নির্দেশে দীর্ঘদিনের অপমৃত্যু মামলা এবার হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে রমনা থানা পুলিশ। এই মামলার তদন্তে মাঠে নেমেছে রমনা থানার তদন্ত দল। তদন্তের অংশ হিসেবে পুলিশ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ইস্কাটন প্লাজার সেই ফ্ল্যাটে যায়, যেখানে ১৯৯৬ সালে সালমান শাহ মারা যান। দীর্ঘদিন সিলগালা থাকা ফ্ল্যাটটি বর্তমানে নতুন মালিকের দখলে রয়েছে। নব্বই দশকে এখানেই স্ত্রী সামিরাকে নিয়ে ভাড়া থাকতেন বাংলা চলচ্চিত্রের অমর এই নায়ক। তদন্ত কর্মকর্তারা ফ্ল্যাটের ভেতরের অবস্থা পরিদর্শন করে প্রাথমিকভাবে তদন্ত কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে। এর আগে সোমবার (২০ অক্টোবর) মধ্যরাতে সালমান শাহের মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান...