২৩ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পিএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ১২:৩৫ পিএম 'তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী সাবিলা নূরের। এরপর থেকে একের পর এক সিনেমার প্রস্তাব পেয়ে চলেছেন তিনি। বেশ কিছু দিন ধরে আলোচনা চলছে ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসানের নতুন সিনেমা ‘রাক্ষস’ এ অভিনয় করবেন সাবিলা। তবে সিনেমাটি করছেন না এই তারকা। জানা যায়, ‘রাক্ষস’ এর শুটিং শুরু হবে এ বছরের ডিসেম্বরে, যেটিতে নায়ক সিয়াম আহমেদ চূড়ান্ত। একই মাসে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’, যেটিতে অভিনয় করবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও সাবিলা নূর। একই সময়ে দুই সিনেমার শুটিং দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কারণে ‘রাক্ষস’ ছবির পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সঙ্গে কথা বলে নিজেকে সরিয়ে নেন সাবিলা নূর। সাবিলা বলেন, ‘তানিম ভাইয়ের সঙ্গে আমার...