বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ১২ বছর আগে ‘সবকিছু পেছনে ফেলে’ নামের একটি ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। কক্সবাজারে টানা ১০ দিন শুটিং করার কথা থাকলেও, মাঝপথেই সাকিব কাজ বন্ধ করে দেন। নির্মাতা রাজিবুল হোসেনের ভাষায়, সাকিব হঠাৎ জানিয়ে দেন তিনি আর শুটিং করবেন না। ফলে ছবির কাজও থেমে যায়। সম্প্রতি বিষয়টি ফের আলোচনায় আসে। কেউ কেউ দাবি করেন, সাকিব সিনেমা নয়, বিজ্ঞাপনের শুটিং করেছিলেন। আবার অনেকে বলেন, তিনি সত্যিই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ছবির সহশিল্পী মেঘলা মুক্তা বলেন, “আমি বুঝতে পারছি না, এতদিন পর হঠাৎ এই প্রসঙ্গ কেন উঠছে! তখন তো কেউ কিছু বলেনি। সাকিব আল হাসান সিনেমার জন্য নাকি বিজ্ঞাপনের জন্য চুক্তি করেছিলেন— সেটা আমি জানি না। তবে তিনি আমাদের সঙ্গে শুটিং করেছেন, এটা নিশ্চিত।” মেঘলা জানান, তারা...