হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য চিকিৎসা সেবায় একাধিক সুবিধা চালু করেছেন বিশ্ববিদ্যালয়টির ছাত্রদলের নেতারা। দিনাজপুর ও রংপুরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে মেডিকেল টেস্টে ৪০% থেকে ৫০% পর্যন্ত ছাড়ের পাশাপাশি আবাসিক হলে ফ্রি মেডিসিন সার্ভিস চালু করা হয়েছে। দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় অবস্থিত ‘গ্রীন ডায়াগনস্টিক সেন্টারে’ এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফ বাদে সকল মেডিকেল টেস্টে ৫০% ছাড় পাবেন হাবিপ্রবি শিক্ষার্থীরা। ছাত্রদল সদস্য সচিব ফরহাদ ইসলামের উদ্যোগে এই সুবিধা চালু হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হতে হয়, সেই ভাবনা থেকেই এই উদ্যোগ।আরও পড়ুনআরও পড়ুনব্রাহ্মণবাড়িয়ায় ফের টর্চলাইট জ্বালিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ অন্যদিকে, দক্ষিণ বালুবাড়ীতে অবস্থিত ‘মাম ডায়াগনস্টিক সেন্টারে’ সকল মেডিকেল টেস্টে ৪০% ছাড়ের সুবিধা চালু করেছেন ছাত্রদল নেতা আজমীর। তিনি জানান, শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় কমাতে আমি...