এব্যাপারে হালুয়াঘাট থানার এস আই জামাল মিয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে। আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃত ডোম ময়মনসিংহের হালুয়াঘাট থানার খন্দকপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনাটি সোমবার (২০ অক্টোবর) রাত দেড়টার দিকে মরদেহ মর্গে রেখে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে চিকিৎসক ও পুলিশ। বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন। হাসপাতাল ও পুলিশ সূত্র অনুযায়ী জানা যায়, গত সোমবার রাতে ময়নাতদন্তের জন্য এক তরুণীর মরদেহ ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। মঙ্গলবার সকালে যখন কর্তব্যরত চিকিৎসক মৃতদেহটির ময়নাতদন্ত শুরু করেন তখনই তিনি ধর্ষণের অস্বাভাবিক কিছু বিষয় লক্ষ্য করেন এবং নিশ্চিত হন যে, মৃতদেহটি মর্গে আসার পরেও তার উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। চিকিৎসক এ বিষয়টি নিশ্চিত হয়ে সাথে সাথে...