শিক্ষার্থীদের টানা ৮ দিনের আন্দোলনে পড়াশোনার যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে আগামী চার শনিবার ক্লাস নেওয়ার আহ্বান জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তিনি বলেন, “২০ নভেম্বর থেকে স্কুল-মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা শুরু হবে। এর আগে হাতে মাত্র চারটি শনিবার আছে। তাই সবাইকে অনুরোধ করছি, এই চার শনিবার ক্লাস নেওয়ার ব্যবস্থা করুন।” আজিজী বলেন, “আমাদের আন্দোলনে দেশের সাধারণ মানুষ পাশে ছিল। এখন তাদের সন্তানদের পাশে থাকা আমাদের দায়িত্ব। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন কোনো ক্ষতি না হয়, সেটিই এখন আমাদের মূল লক্ষ্য।” শনিবার ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়ে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন—এ বিষয়ে তিনি বলেন, “এটা সরকারের সিদ্ধান্ত নয়, আমাদের নিজের বিবেকের তাড়না থেকে নেওয়া পদক্ষেপ। শনিবার ক্লাস মানে ভবিষ্যতে শনিবার...