বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে আন্দোলনের কারণে ক্লাস বর্জন করায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে দিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী চারটি শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক-কর্মচারী জোট। আন্দোলন প্রত্যাহার ও শনিবার ক্লাস নেওয়ার ঘোষণা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি দেখা দেওয়ায় আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফেসবুক লাইভে স্পষ্ট বার্তা দেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, ২০ নভেম্বর থেকে স্কুল-মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা শুরু হবে। এর আগে শিক্ষকেরা হাতে পাচ্ছেন মাত্র চারটি শনিবার। তাই তিনি সবাইকে এই চারটি শনিবার অবশ্যই ক্লাস নেওয়ার আহ্বান জানান। শিক্ষকদের এই ত্যাগের কারণ উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনে এ দেশের জনগণ শিক্ষকদের পাশে ছিল। তাদের ঋণ...