সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিমু হোসেনের উদ্যোগে শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি ও মুক্তচিন্তার বিকাশে 'শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত পাঠাগার' উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১:৩০টায় কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের নিচতলায় এই পাঠাগার উদ্বোধন করা হয়। পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমদ। শিক্ষক পরিষদের সম্পাদক এম এম আতিকুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান বলেন, লাইব্রেরি শুধু বইয়ের ভাণ্ডার নয়, এটি জ্ঞানের ভাণ্ডার। লাইব্রেরি আমাদের চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিকে বিকশিত করে। যেমন পানি আমাদের তৃষ্ণা মেটায়, তেমনি লাইব্রেরি আমাদের জ্ঞানের তৃষ্ণা মেটায়। আমাদের সবারই উচিত নিয়মিত লাইব্রেরিতে আসা এবং বেশি বেশি বই পড়া। ছোটবেলায় আমি লাইব্রেরি নামে একটি...