পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও অভিনেত্রী তখনো ক্ষোভে রাস্তার ওপর আতশবাজির বক্স ছুড়ে চলেন।দ্য ফ্রি প্রেস জার্নাল জানায়, একটি অটোরিকশা খুশির গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাস্তায় কেউ সেটি আটকায়নি। ক্ষোভেই আশপাশের দোকানে রাগ ঝাড়েন তিনি। তবে ঘটনাটি কবে ঘটেছে তা এখনো নিশ্চিত নয়।খুশি মুখার্জি মূলত দক্ষিণী সিনেমার অভিনেত্রী। ২০১৩ সালে তামিল ভাষার ‘আঞ্জল থুরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরে তেলেগু ও হিন্দি সিনেমায়ও কাজ করেছেন। তবে এমটিভির রিয়েলিটি শো ‘স্প্লিটভিলা’ ও ‘লাভ স্কুল’-এ অংশ নেওয়ার পরই তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।এছাড়া খুশি অভিনয় করেছেন একাধিক ওয়েব সিরিজে, যার মধ্যে কিছু প্রাপ্তবয়স্ক কনটেন্টও রয়েছে—যেমন ‘গান্ডু’ (২০১৯), ‘নুরি’ (২০২০) ও ‘স্ট্রেঞ্জার’ (২০২১)। দ্য ফ্রি প্রেস জার্নাল জানায়, একটি অটোরিকশা খুশির গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রাস্তায় কেউ সেটি...