বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আন্তর্জাতিক সম্মেলন হলে অনুষ্ঠিত হয় ‘থ্রি-মিনিট’স রিসার্চ প্রজেক্ট কম্পিটিশন-এর গ্র্যান্ড ফাইনাল ২০২৫’।গবেষণাভিত্তিক এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তরুণ গবেষকরা মাত্র তিন মিনিটের সংক্ষিপ্ত সময়ে তাদের গবেষণা প্রকল্প উপস্থাপনার দক্ষতা প্রদর্শন করেন। প্রতিযোগিতার প্রতিটি উপস্থাপনা ছিল সৃজনশীলতা, গবেষণার গভীরতা ও ভবিষ্যৎ দক্ষ গবেষক তৈরির অনন্য প্রতিফলন।চূড়ান্ত প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য অধ্যাপক সাইদুর রহমান। তিনি প্রতিযোগীদের সৃজনশীলতা ও উপস্থাপন দক্ষতার প্রশংসা করে বলেন, গবেষণার মানোন্নয়ন ও তরুণ গবেষকদের উৎসাহিত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিইউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি অংশগ্রহণকারীদের গবেষণার প্রতি নিষ্ঠা, আত্মনিবেদন ও জটিল ধারণাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে উপস্থাপনের দক্ষতার প্রশংসা করেন।বিশেষ...