ফের বাবা হতে যাচ্ছেন দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। উপাসনা-রাম চরণ দম্পতির এটি দ্বিতীয় সন্তান। খবর এনডিটিভির। রাম চরণ-উপাসনা তাদের ইনস্টাগ্রামে একটিভিডিওপোস্ট করেছেন। তাতে দেখা যায়, উৎসবমুখর পরিবেশ। পরিবারের অন্য সদস্য ছাড়াও অনেক অতিথি উপস্থিত হয়েছেন। তারা উপাসনাকে উপহার দেওয়ার পাশাপাশি মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন।আরো পড়ুন:ভূতের রাজ্যে রাশমিকা: বক্স অফিসে শুরুটা কেমন হলো?খাবার জোগাতেও আমার পরিবারকে লড়াই করতে হয়েছে: সামান্থা খাবার জোগাতেও আমার পরিবারকে লড়াই করতে হয়েছে: সামান্থা এ ভিডিওর ক্যাপশনে লেখা, “এই দীপাবলি ছিল দ্বিগুণ উদযাপন, দ্বিগুণ ভালোবাসা এবং দ্বিগুণ আশীর্বাদ।” ভিডিওটির শেষে পর্দায় ভেসে উঠে—“নতুন সূচনার উদযাপন।” এ লেখার শুরু ও শেষে দুই জোড়া ছোট্ট পায়ের ছবিও দেখা যায়। যদিও এ নিয়ে এখনো সরাসরি কোনো বক্তব্য দেননি রাম চরণ। ভিডিওটি পোস্ট করার এক ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে...