মারণব্যাধি লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর। চিকিৎসা শুরু হলেও একের পর এক নতুন শারীরিক জটিলতা দেখা দিচ্ছে তার শরীরে।গত ১০ জুলাই থেকে শুরু হয়েছে দীপিকার ‘টার্গেটেড থেরাপি’। কিন্তু এই চিকিৎসা প্রক্রিয়ার ফলেই দেখা দিচ্ছে ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালটি দীপিকার জীবনের সবচেয়ে কঠিন বছর। এক রিয়্যালিটি শো মাঝপথে ছাড়তে হয়েছিল তাকে। এরপরই জানা যায়, তিনি লিভার ক্যানসারে আক্রান্ত। গত মে মাসে অস্ত্রোপচারের পর থেকেই শরীরে শুরু হয় নতুন সমস্যা।সম্প্রতি নিজের ভ্লগে দীপিকা কক্কর বলেন, ‘শরীরে নানা সমস্যা হচ্ছে, সারা মুখে ঘা। ‘টার্গেটেড থেরাপি’ হলে সাধারণত চুল পড়ে না, কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। সিঁথি ফাঁকা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে শিগগিরই পরচুলা পরতে হবে।’অভিনেত্রী আরও জানান, তার থাইরয়েডের মাত্রাও...