দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় শহর গুয়াংজু। এ শহরের কিমদায়েজুং (কেডিজে) কনভেনশন সেন্টারে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শুরু হচ্ছে আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী। সেখানে বাংলাদেশ থেকে চতুর্থবারের মতো অংশ নিচ্ছে ‘চারকোল গ্যালারি’। ‘গুয়াংজু ইন্টারন্যাশনাল আর্ট ফেয়ার ২০২৫’ নামে এই আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনীতে অংশ নিচ্ছে বিশ্বের আরও ১০টি দেশের গ্যালারি। এ ছাড়া সেখানে থাকছে দক্ষিণ কোরিয়ার ৮৫টি গ্যালারি এবং ৯টি বিশেষ প্রদর্শনী বুথ। এই প্রদর্শনীতে চারকোলের কর্ণধার ও কিউরেটর শিল্পী শারমিন রহমান খানের পাশাপাশি থাকছেন বাংলাদেশের ড. রিফাত জামান, ভারতের অর্ণব কুমার মণ্ডল, দক্ষিণ কোরিয়ার হাওয়াং ইন রান প্রমুখ। শারমিন রহমান খান মনে করেন, বাংলাদেশের চারকোল...