বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ (২২) মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন অধ্যাপক মো. রহুল আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঈদ স্ট্রোকে মারা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর থাইল্যান্ডে ইন্টার্নশিপ চলাকালে সাঈদ, আপন ও রাব্বি নামে তিন শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি সাঈদ চালাচ্ছিলেন। তিনি গুরুতর আহত না হলেও দেশে ফিরে চিকিৎসা নিচ্ছিলেন। অধ্যাপক রহুল আমিন আরো বলেন, “সাঈদ থাইল্যান্ডে বাইক দুর্ঘটনায় আহত হয়েছিল, তবে তা গুরুতর ছিল না। তার সব শারীরিক পরীক্ষার ফল...