‘স্বাধীনতা তুমি-রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি-কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ’ কবিতার স্রষ্টা শামসুর রাহমান। নাগরিক খ্যাত এই কবির কবিতায় রাষ্ট্র, সমাজ, প্রেম, মুক্তিচেতনার পাশাপাশি নগরজীবনের নানান অনুষঙ্গ উঠে এসেছে। তাকে আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবিও বলা হয়। আজ ২৩ অক্টোবর। বাংলা সাহিত্যের শক্তিমান এই কবি ৯৭তম জন্মদিন। ১৯২৯ সালের এই দিনে পুরান ঢাকার মাহুতটুলীর নানাবাড়িতে জন্মগ্রহণ করে তিনি। শামসুর রাহমানের শৈশব ও কৈশোর কেটেছে পুরান ঢাকায়। ১৯৪৮ সালে ১৯ বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশ হয়। বুদ্ধদেব বসু সম্পাদিত ‘কবিতা’ পত্রিকায় ‘রূপালি স্নান’ কবিতার মাধ্যমে সাহিত্যজগতে তিনি আসন পোক্ত করেন। ১৯৬০ সালে প্রকাশিত হয় প্রথম কবিতার বই ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’। বইটি বাংলা আধুনিক কবিতায় নতুন দিগন্তকে উন্মোচন করে। কবিতা লেখার পাশাপাশি সাংবাদিকতাও...