ব্যস্ত রাস্তা। ফুটপাতে একটি দোকানের সামনে দাঁড় করানো নীল রঙের মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি। এ দোকানের সামনে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে কথা বলছেন ভারতীয় অভিনেত্রী খুশি মুখার্জি। কেবল তাই নয়, ওই দোকান থেকে বাজির বক্স নিয়ে রাস্তায় ছুড়ে ফেলছেন; আর দোকানি ও উপস্থিত লোকজনের সঙ্গে তর্ক করছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। দোকানের জিনিসপত্র কেন রাস্তায় ফেলে দিচ্ছেন খুশি মুখার্জি?ভিডিওতেতার বক্তব্য শুনলেই এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে। বাজির বক্স ছুড়ে ফেলার সময়ে খুশি মুখার্জি বলেন, “সবাই দীপাবলি উদযাপন করবে। কিন্তু আমার গাড়ি ঠুকে চলে গেল, আর তোমরা এখানে পটকা বিক্রি করছো।” এ পরিস্থিতিতে একজন বিক্রেতাকে বলতে শোনা যায়, “ওকে বোঝাও, ওর বেশি হয়ে যাচ্ছে, এখন মার খাবে।” এ বক্তব্য ঘটনাস্থলের উত্তেজনা আরো বাড়িয়ে দেয়।আরো পড়ুন:পঁয়ত্রিশে থেমে গেল গায়কের...