সংগীতের সঙ্গে সম্পর্ক কখনও ছিন্ন হয়নি, তবে ব্যক্তিজীবনে একাধিকবার সঙ্গী বদলেছেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের ‘গুরু’ মাহফুজ আনাম জেমস। সম্প্রতি তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আনেন এই কিংবদন্তি গায়ক। জানিয়েছেন, ৬১ বছর বয়সে বাবার হওয়ার খবরও। অনেকেই জানতে চাচ্ছেন, জেমসের তৃতীয় স্ত্রী কে এই মার্কিন নাগরিক নামিয়া আমিন? জানা গেছে, নামিয়া আমিন যুক্তরাষ্ট্রের নাগরিক। জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। তার বাবা নুরুল আমিন ও মা নাহিদ আমিন দুজনেই মার্কিন নাগরিক এবং স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। নামিয়া নিউইয়র্কের জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিস থেকে স্নাতক সম্পন্ন করেছেন। পাশাপাশি তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে জেমস ও নামিয়ার পরিচয় হয়। প্রথম দেখায় বন্ধুত্ব, এরপর ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। এক বছর পর, ২০২৪ সালের ১২...