মঙ্গলবার সন্ধ্যায় নগরবাউল জেমসকে পাওয়া যায় অন্য মেজাজে। প্রণয় থেকে বিয়ে, পুত্রসন্তানের পৃথিবীতে আগমন—সবকিছু নিয়েই কথা বলেছেন খোলামেলা। জেমস সম্পর্কে জানতেন না নামিয়াপ্রথমেই জিজ্ঞেস করি, আমরা তো জানতাম বেনজীর সাজ্জাদের সঙ্গে আপনার সংসার। জেমস জানালেন, তাঁর সঙ্গে বিচ্ছেদ কার্যকর হয় ২০১৪ সালে। তবে এটা নিয়ে কখনো কথা বলেননি। জানালেন, কন্যাসন্তান নিয়ে চাকরির জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন বেনজীর। আর এই সময়ে দেশে সবকিছু ফেলে যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার সুযোগ জেমসের ছিল না। কয়েক বছর আলাদা থাকার পর পারস্পরিক বোঝাপড়ায় আলাদা হয়ে যান দুজন। তবে সন্তানের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। চলতি বছরও যুক্তরাষ্ট্র সফরের সময় মেয়ে জাহানের সঙ্গে দেখা করেন জেমস। বেনজীরের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর জেমসের জীবনে নামিয়া আমিনের আগমন। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে তাঁর সঙ্গে পরিচয়। লস অ্যাঞ্জেলেসের একটি...