অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তহুরা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তহুরা আলী (৭২)। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুঃসংবাদটি জানিয়েছেন শাওন নিজেই। শাওন লিখেছেন, ‘‘নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।’’আরো পড়ুন:খাগড়াছড়ি হাসপাতালে ২০ দিনে ১২ শিশুর মৃত্যুমাদারীপুরে দীপ্তি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ওই পোস্টে শাওন জানিয়েছেন, দুইটি স্থানে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে হবে। আর দ্বিতীয় জানাজা মাগরিব...