
চলতি বছরের এপ্রিলে যকৃতের ক্যানসারে আক্রান্ত হন ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী দীপিকা কক্কর। এরপর থেকে অনেকবার নিজের যন্ত্রণার কথা ভাগ করেছেন অভিনেত্রী। তবে এই মুহূর্তে ক্যানসারের চিকিৎসা শুরু হয়েছে তার। গত ১০ জুলাই থেকে ‘টার্গেটেড থেরাপি’ শুরু হয়েছে দীপিকার। যার ফলে শরীরে দেখা দিচ্ছে নানা পার্শ্বপ্রতিক্রিয়া। ২০২৫ সালটা নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কেটেছে দীপিকার। একটি রিয়েলিটি শো মাঝপথে ছাড়তে হয়েছে তাকে। এরপরেই ধরা পড়েছে লিভার ক্যানসার। গত মে মাসে অস্ত্রোপচারও হয়েছে তার। এরপর থেকেই নানা জটিলতার সম্মুখীন হয়েছেন তিনি। সম্প্রতি একটি ব্লগে দীপিকা জানান, শরীর ক্রমশ খারাপ হচ্ছে তার। অভিনেত্রীর কথায়, ‘‘শরীরে নানা সমস্যা হচ্ছে। ‘টার্গেটেড থেরাপি’ হলে সাধারণত চুল পড়ে না। তবে আমার ক্ষেত্রে একেবারে অন্য হচ্ছে বিষয়টা। মাথার সিঁথি ফাঁকা হয়ে যাচ্ছে। সারা মুখে ঘা। এমন অবস্থা হয়েছে যে,...