মার্কিন সংগীতশিল্পী, অভিনেত্রী, নৃত্যশিল্পী জ্যানেট জ্যাকসন। তার অন্য পরিচয় তিনি বিশ্ববরেণ্য পপতারকা মাইকেল জ্যাকসনের ছোট বোন। জ্যানেট বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত ‘পোয়েটিক জাস্টিস’ সিনেমা ১৯৯৩ সালে মুক্তি পায়। এ সিনেমায় জ্যানেটের সহশিল্পী ছিলেন মার্কিন অভিনেতা টুপাক শাকুর। সিনেমাটি মুক্তির ৩ বছর পর অর্থাৎ মাত্র ২৫ বছর বয়সে মারা যান এই অভিনেতা। ‘পোয়েটিক জাস্টিস’ সিনেমা মুক্তির পর জ্যানেট জ্যাকসন ও টুপাক শাকুরের রসায়ন দারুণ নজর কেড়েছিল। কিন্তু নতুন একটি বইয়ে দাবি করা হয়েছে, সিনেমাটির শুটিংয়ের সময়ে তাদের সম্পর্ক মোটেও বন্ধুত্বপূর্ণ ছিল না। ‘অনলি গড ক্যান জাজ মি: দ্য ম্যানি লাইভস অব টুপাক শাকুর’ শিরোনামের বইটির একটি অংশ প্রকাশ করেছে দ্য হলিউড রিপোর্টার। বইটির লেখক জেফ পার্লম্যান দাবি করেছেন—“চলচ্চিত্রের একজন প্রযোজকের মতে, ‘দ্যাটস দ্য ওয়ে লাভ গোস’ গায়িকা জ্যানেট...