পাকিস্তানের সংগীতজগতে নারী শিল্পীদের জন্য সুযোগ সবসময়ই সীমিত ছিল। ডিজিটাল প্ল্যাটফর্মে কিছুটা দৃশ্যমানতা মিললেও মঞ্চের পারফর্ম নারীদের জন্য এখনো অনেকের নাগালের বাইরে। দেশটির রক্ষণশীল মানসিকতা, নিরাপত্তার অভাব কিংবা আয়োজকদের অনীহা মিলিয়ে নারীদের জন্য পাকিস্তানের সংগীতচর্চার মঞ্চে টিকে থাকা কঠিন। এই বাস্তবতাকে বদলাতে এগিয়ে এসেছেন দুবাইভিত্তিক পাকিস্তানি সংগীতশিল্পী সামরা খান। তার নেতৃত্বে শুরু হয়েছে এক নতুন উদ্যোগ ‘ভয়েস অব হার’। সামরা এ প্রসঙ্গে পাকিস্তানের ডন পত্রিকায় বলেন, ‘এটি শুধু একটি অনুষ্ঠান নয় বরং একটি আন্দোলন। একটি সহযাত্রা, একটি নারী-ভ্রাতৃত্বের বন্ধনও বলা যায় এটিকে। যখন আমি নিজে একজন নতুন শিল্পী হিসেবে শুরু করি তখন খুব একা লাগত। নারীদের জন্য পারফর্ম করার জায়গা ছিল না বললেই চলে। তাই ভেবেছিলাম, আমরা নিজেরাই কেন সেই জায়গাটা তৈরি করব না?’ তিনি দাবি করেন, সেই ভাবনা থেকেই...