
মেডিকেল ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৯-এর পরিবর্তে আট করার দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এবারের এইচএসসির ফল বিপর্যয়ে অনেকেই কাঙ্ক্ষিত জিপিএ না পেয়ে মেডিকেলে ভর্তির স্বপ্ন ভঙ্গের আশঙ্কায় পড়েছে। ফলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তির ক্ষেত্রে শর্ত শিথিলের দাবি তুলেছেন তারা। এ দাবির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)।স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ অনুসারে ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪ থাকতে হবে।২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলে দেখা যায়, দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায়...