রাজনীতিমুক্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০ জনের ঘোষিত কমিটির ২০ জনের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে পতিত আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে ছাত্রদলের ঘোষিত শেবামেকের ওই কমিটির ২০ নেতার জড়িত থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত শেবামেকের কমিটির তালিকা শেয়ার করা হয়। একইসাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ঘোষিত ওই কমিটির সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, নবগঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে মো. আসাদুজ্জামান প্রিন্সকে। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক হেনস্তা করার অভিযোগ...