২৯ বছর আগে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন সালমান শাহের মা নীলা চৌধুরী। আদালতের এ নির্দেশের পর তিনি কথা বলেছেন দেশের প্রথম সারির একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে। সাক্ষাৎকারটির প্রশ্নোত্তরের কিছু অংশ নিচে তুলে ধরা হলো— প্রশ্ন:আদালতের এই নিদের্শনা সালমান শাহের পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের জন্য বিশেষ প্রাপ্তি। আপনি বিষয়টি কীভাবে দেখছেন? নীলা চৌধুরী:কালকে রায় আমাকে বলে দিয়েছে যে, সালমান শাহ আবার জন্ম নিল! সালমান শাহকে খুন করা হয়েছে— আদালত তা স্বীকার করে নিয়েছে। জান্নাতুল ফেরদৌস যেভাবে এই রায়টি পড়ে শুনালেন, আমি জীবনে এমন দৃশ্য দেখিনি। সকাল ৮টা-৯টা থেকে বিকেল ৩টা-৪টা পর্যন্ত আদালতের ভেতরের পরিবেশটা ছিল অবিশ্বাস্য। আমি অনলাইনে পুরোটা দেখেছি—মনে হচ্ছিল, আমার দম বন্ধ হয়ে আসছে। রায়ে বলা...