ঢাকা-কলকাতা দুই বাংলার সিনেমায় অবাধে কাজ করেছেন তিনি। এমনকি ক্যারিয়ারে মোড় ঘুরে যাওয়ার পেছনে ওপার বাংলার সিনেমায় অভিনয় করার সিদ্ধান্তকে কারণ হিসাবে তুলে ধরেছেন জয়া। জয়া আহসানের সঙ্গে বলিউডের যোগাযোগ থাকলেও তার কোনও ছাপ নেই অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতায়। কারণ অভিনেত্রী মনে করেন, তারকাদের সঙ্গে ছবি দিলে সেটা ‘শো অফ’ মনে হতে পারে। সম্প্রতি একটি পডকাস্টে জয়া জানান, সালমান খানের বাড়িতেও ডাক পেয়েছিলেন তিনি। জয়া জানান, সালমানের বাবা সেলিম খান খুব স্নেহ করেন তাকে। বিদ্যা বালান তার ছবি দেখে ফোন করেছিলেন। মায়ানগরীতে এতটাই সহজ তার চলাচল, যে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয়ের জন্য জয়াকে প্রস্তাব দিয়েছিলেন। যদিও অভিনেত্রী সেই প্রস্তাব গ্রহণ করতে পারেননি। ভারতে সিনেমা করার বিষয়ে তিনি বলেন, "কলকাতায় সবসময় গুণের কদর হয়। কোনো একটা...