ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। এদিন পুলিশের পক্ষ থেকে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। এর আগে মঙ্গলবার মধ্যরাতে বুয়েটের ইইই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে আটক করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আদালতে জামিন প্রার্থনা করেন। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত শ্রীশান্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে বৃহস্পতিবার (আজ) জামিন শুনানির দিন ধার্য করেন। আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম শুনানিতে বলেন, ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশে তার (শ্রীশান্ত) বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এটা জামিনযোগ্য অপরাধ। অভিযোগটি পুরোটাই...