ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর অবশেষে নতুন মোড় নিয়েছে তার মৃত্যুর রহস্যঘেরা মামলা। দীর্ঘদিন অপমৃত্যু হিসেবে বিবেচিত মামলাটি এবার হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। সালমান শাহের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করেই আদালত এই নির্দেশ দেন। এর পরপরই সালমান শাহের মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমানের স্ত্রী সামিরাকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেন, আগের পিবিআই তদন্ত ছিল ত্রুটিপূর্ণ, এবং “অপমৃত্যু” হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টায় মূল প্রমাণ নষ্ট করা হয়েছে। আদালত আরও উল্লেখ করেন, সালমান শাহের বুকে আঘাতের চিহ্ন ছিল, যা আত্মহত্যার সঙ্গে...