
২৩ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম গণমানুষের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত পলি গঠিত, ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে খ্যাত সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে। মঞ্চ নির্মাণ করা হয়েছিল প্রায় দেড় শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী ‘উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ’ প্রাঙ্গণে। ইত্যাদির ধারণ উপলক্ষে পুরো কুড়িগ্রাম জুড়েই ছিল উৎসবের আমেজ। দুপুরের পর থেকেই অনুষ্ঠানস্থলে হাজির হতে শুরু করেন দর্শকরা। প্রতিবারের মতো এবারও দর্শকদের জন্য ছিলো বিশেষ আমন্ত্রণপত্র। আমন্ত্রণপত্র বিলি করা হয় জেলা প্রশাসনের মাধ্যমে। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। দর্শকদের মধ্যে ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ। স্থান সংকুলান না হওয়ায় আমন্ত্রিত দর্শক ছাড়াও অনুষ্ঠানস্থলের বাইরে হাজার হাজার মানুষ উপস্থিত হন ইত্যাদির শুটিং...