২৩ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে। বিয়ে করে সংসারী হয়েছেন। তার এক পুত্র আয়াত। জনসম্মুখেও খুব একটা আসেন না। সিনেমায় অভিনয় করবেন কিনা, তা নিশ্চিত নয়। এর মধ্যে জানা গেছে, সম্প্রতি তিনি পরিবারসহ ওমরাহ পালন করতে গেছেন। তিনি নিজেই এ খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আমরা পুরো পরিবার ওমরাহ পালন করছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এদিকে, গত শুক্রবার দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপির অভিনীত নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। প্রায় ছয় বছর আগে সিনেমাটি নির্মিত হয়েছিল। তত্ত্বাবধায়ক প্রত্যাবর্তন সংসদের ক্ষমতাকে খর্ব করবে কি না ? অপকর্মে জড়িত কর্মকর্তাদের প্রশাসনে রাখা যাবে না : রিজভী কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না...