
২৩ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম উপমহাদেশের কিংবদন্তী কাওয়াল ও সুফি সংগীতশিল্পী, সুরের জাদুকর ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত হতে যাচ্ছে আধ্যাত্মিক সুফি সংগীতের সন্ধ্যা 'শাম-ই-নুসরাত'। আগামী শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সন্ধ্যা ৬টা থেকে জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে এই আয়োজন করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের জনপ্রিয় সুফি ব্যান্ড ক্বরার-দ্য সুফি ব্যান্ড কর্তৃপক্ষ। এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য হলো নুসরাত ফতেহ আলী খানের অসাধারণ অসাধারণ সংগীত ঐতিহ্য, তার আধ্যাত্মিক সুরের মহিমা এবং মানবপ্রেমের শাশ্বত বার্তাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। অনুষ্ঠানজুড়ে পরিবেশিত হবে সুফি ঘরানার কাওয়ালী ও আধ্যাত্মিক সংগীত। বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবে সুফি ব্যান্ড ক্বরার-দ্য সুফি ব্যান্ড। তারা ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের...