সাইবার সুরক্ষা আইনে করা মামলায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার,(২২ অক্টোবর ২০২৫) ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে বৃহস্পতিবার এ মামলার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে গ্রেপ্তার করা হয়েছে। সে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। বুধবার তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এর আগে তার বিরুদ্ধে বুধবার একজন নিরাপত্তা কর্মকর্তা বাদি হয়ে সাইবার সুরক্ষা আইনে রাজধানীর চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সন্দেহভাজন আসামি শ্রীশান্তের বিরুদ্ধে সহপাঠীকে ‘যৌন হয়রানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের’ অভিযোগ উঠেছে। এরপর গত মঙ্গলবার রাতে তার শাস্তির দাবিতে বুয়েটে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন বলে জানিয়েছেন পুলিশ। প্রসিকিউশন পুলিশের এসআই আশরাফুল...