কবিতা শিল্পের বোধের অনুরণন। শিল্পের এ মৌলিক অভিঘাত ব্যক্তিবোধকে নান্দনিক ও মার্জিত করে তোলে। কবি রাহেল রাজিব (জন্ম-১৯৮৪) শূন্য দশকের কবি, আর্থ-সামাজিক ও রাজনৈতিক টানাপড়েনের সমান্তরালে শিল্প-সাহিত্য-দর্শন চর্চায় তত্ত্ব যেভাবে মৌলপ্রবণতার অংশ হয়ে উঠেছে সে ধারায় তিনি আত্ম-বিশ্লেষণে উত্তীর্ণতা বলাই যায়। তার পাঠক সমাদৃত ও সুবীর ম-ল স্মৃতি পুরস্কার (২০২২)-ধন্য কাব্যগ্রন্থ কফি সূত্রে। বইটি কবির নান্দনিকবোধ ও চিন্তার মৌলিকত্বের দারুণ মিশেল। অনুরক্ত পাঠক এ কবিতা পাঠ করতে গিয়ে বিস্মিত হবেন জীবনবোধের গভীরতায়। কাব্যগ্রন্থটি সময়ের বিন্যাস, আহত স্বদেশ, জিম্মি-সংস্কৃতি কিংবা অবচেতনের এক অব্যক্ত অথচ স্ফূর্ত ভাষালিপি। বোধ কখনো ব্যক্তিমানসকে অনুরণিত করে কখনো উদ্বেলিত করে কখনো চিন্তাৎকর্ষে জন্ম নেয় আকল্প এক বোধিবৃক্ষের। কফি কখনো শিল্পের সূক্ষ্ম অনুবেদন কখনো আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কিংবা বৈশি^ক পরিম-লের প্রতীকে কখনো বা আত্মজৈবনিক অভিক্ষেপের অব্যক্ত ঝরনা হয়ে...