২৩ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৭০০ এর অধিক পবিত্র কুরআন বিতরণ করেছে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২২ অক্টোবর) দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সা'দ কবির বলেন,“ এই কর্মসূচি ফ্রি কোরআন বিতরণ মূলত এটি আমাদের নিয়মিত কর্মসূচি। আমরা এরকম প্রকাশ্যে প্রায় ১৭ বছর করতে পারিনি। এখন সুযোগ পেয়ে এটাকে উন্মুক্ত আকারে নিয়েছি। আমরা নিয়মিত এই কর্মসূচি পালন করি, আর আজকের এই কর্মসূচি পালনে দুইটি বিষয়কে সামনে রেখেছি। একটি হলো শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ, আর অন্যটি হলো আমাদের একটি প্রতিবাদ। তিনি বলেন, আপনারা অবগত আছেন, নোয়াখালীতে...