‘জোনাস ব্রাদার্স’-এর অংশ বলিউড দেশি গার্ল অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার স্বামী নিক জোনাস। তিন ভাইয়ের ব্যান্ডে নিক ও জো ছাড়াও রয়েছেন কেভিন জোনাস। এ মুহূর্তে বিতর্কে জড়িয়েছেন প্রিয়াংকা চোপড়ার ভাশুর জো জোনাস।‘ জোনাস ব্রাদার্স’-এর অনুষ্ঠান চলাকালে মঞ্চের পেছনে মাদক সেবনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই বিতর্কে অবশেষে মুখ খুললেন নিক জোনাসের ভাই জো জোনাস। সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা গিয়েছিল, জো জোনাসের পরনে নীল রঙের ডেনিম প্যান্ট ও কালো রঙের ভেস্ট। অনুষ্ঠান চলাকালীন মঞ্চের পেছনে গিয়ে নাক মুছতে দেখা যায় তাকে। তার পর আয়নার দিকে তাকিয়ে নাকে কিছু একটা মুছে তিনি ফিরে আসেন মঞ্চে। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা দাবি করেন, নাক দিয়ে কোকেন সেবন করছিলেন জো। এ ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছেন জো জোনাস। ৩৬...