কবি জীবনানন্দ দাশের জীবনকে মঞ্চে নিয়ে এসেছে থিয়েটার ফ্যাক্টরির নাটক কমলা রঙের বোধ! রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের দেদিপ্যমান আলোর মধ্যে শুরু হয়েছিল আমাদের সাহিত্যের এক নব নক্ষত্র চিরবিষণœ কবি জীবনানন্দের! এত মায়াময় কাব্য রচনা করেছেন যে কবি, কেমন ছিল তার ব্যক্তিগত জীবন! জীবনানন্দের জীবনের টুকরো টুকরো গল্পকে নান্দনিকভাবে মঞ্চে তুলে ধরেছেন এ সময়ের নাট্যজন অলোক বসু, তিনি আশ্রয় করেছেন কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের আখ্যান “একজন কমলালেবু’’। ২২ অক্টোবর কবির প্রয়াণ দিবস সামনে রেখে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে থিয়েটার ফ্যাক্টরির তিনদিনের জীবনানন্দ স্মরণ আয়োজন হয়ে গেল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। ‘কমলা রঙের বোধ’ নাটকটির সংলাপ বারবার দর্শককে একটি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়, কবির কি মৃত্যু হয়? কবি-তো বেঁচে থাকেন তার সৃজিত কাব্যে। থিয়েটার ফ্যাক্টরির নাটক মানেই ভিন্ন মাত্রা। গতানুগতিকতার বাইরে গিয়ে কাব্যিক-আঙ্গিকে দর্শকে আটকে...