বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে স্থানীয় বাজারে রুপার মূল্য কমেছে। এ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম দাঁড়িয়েছে ৫,৪৭০ টাকা, ২১ ক্যারেটের ৫,২১৪ টাকা, ১৮ ক্যারেটের ৪,৪৬৭ টাকা ও সনাতন পদ্ধতির ৩,৩৫৯ টাকা। বাজুস আরও জানিয়েছে, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার পরিবর্তিত হতে পারে। এর আগে চলতি বছরের ১৩ অক্টোবর রুপার দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১,২২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ৬,২০৫ টাকায়। এটি তখন দেশের ইতিহাসে সর্বোচ্চ রুপার দাম হিসেবে রেকর্ড হয়। একই সময়ে ২১ ক্যারেটের...