বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া সম্প্রতি পুত্রসন্তানের মা হয়েছেন। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে। আজ এ প্রতিভাবান অভিনেত্রীর জন্মদিন। কিন্তু তার জীবন সংগ্রাম-লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়েছে। দেশি গার্ল অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার খুড়তুতো বোন পরিণীতি চোপড়া একসময় অফিসের ডেস্কে বসে কাগজপত্রের হিসাব করতেন, আজ সেই নারী তার অভিনয়ের জাদু দিয়ে হাজারো দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। পরিণীতি চোপড়া-যিনি একসময় করপোরেট দুনিয়ার পেশাদার ছিলেন, কিন্তু ভাগ্য একদিন তাকে টেনে নেয় একেবারে অন্য মঞ্চে— রুপালি পর্দার আলোয়। ব্যর্থতা আর অনিশ্চয়তা এবং ভাঙা স্বপ্ন পেরিয়ে তিনি দেখিয়েছেন, জীবনের আসল শক্তি লুকিয়ে থাকে নিজের ওপর বিশ্বাস রাখায়। তার গল্প শুধু সফল এক অভিনেত্রীর নয়, বরং এক অনুপ্রেরণাদায়ী নারীর, যিনি প্রমাণ করেছেন— পথ বদলালেও...