মরিয়াম আক্তার হনুফার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির’ আওতায় দুই মৃত ক্রেতার পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা দিয়েছে সিলেটে ওয়ালটনের দুই ডিস্ট্রিবিউটর শোরুম- কবির এন্ড ব্রাদার্স এবং সিদ্দিকী ইলেকট্রনিকস কর্তৃপক্ষ। পরিবারদ্বয়ের পক্ষ থেকে মো. জালাল মিয়ার (মৃত) স্ত্রী মরিয়াম আক্তার হনুফা ও ফজলু মিয়ার (মৃত) স্ত্রী মরিয়ম বেগম আর্থিক সহায়তা গ্রহণ করেন। আর্থিক সহায়তা পেয়ে ওয়ালটন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।আরো পড়ুন:সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও জেনারেল হাসপাতালে ব্যবহার হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলারসিরাজগঞ্জে স্মার্টফোনের নতুন ‘নেক্সজি ব্র্যান্ডশপ’ চালু সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও জেনারেল হাসপাতালে ব্যবহার হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার সিরাজগঞ্জে স্মার্টফোনের নতুন ‘নেক্সজি ব্র্যান্ডশপ’ চালু মঙ্গলবার (২১ অক্টোবর) শহরের পীরের বাজারে ওয়ালটনের ‘কবির এন্ড ব্রাদার্স’ শোরুমে আনুষ্ঠানিকভাবে দুটি পরিবারকে...