
আন্তর্জাতিক বাজারে বড় দরপতনের কারণে দেশেও সোনার দাম কমছে ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা। একবারে সোনার দাম এত বেশি কমানোর ঘটনা সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। অবশ্য তারপরও ভালো মানের এক ভরি সোনার দাম দুই লাখ টাকার ওপরেই থাকছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পেয়েছে। সে জন্য বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় দাম কমানোর সিদ্ধান্ত হয়। সর্বশেষ গত সোমবার এক দফা সোনার দাম বাড়ে। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরির দাম বেড়ে হয় ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। চলতি মাসে এ পর্যন্ত সব মিলিয়ে আটবার সোনার দাম...