গত ২০২৪–২৫ অর্থবছরের জন্য শেয়ারধারীদের রেকর্ড লভ্যাংশ দেবে ওষুধ খাতের দেশের শীর্ষস্থানীয় কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস বা স্কয়ার ফার্মা। কোম্পানিটি গত অর্থবছরের জন্য লভ্যাংশ হিসেবে শেয়ারধারীদের মধ্যে বিতরণ করবে ১ হাজার ৬৪ কোটি টাকা। প্রতি শেয়ারের বিপরীতে কোম্পানিটি ১২০ শতাংশ বা ১২ টাকা করে লভ্যাংশ দেবে। আজ বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা যায়। কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, স্কয়ার ফার্মা গত জুনে সমাপ্ত অর্থবছরে সম্মিলিতভাবে ২ হাজার ৩৯৭ কোটি টাকা মুনাফা করেছে। এই মুনাফা থেকে শেয়ারধারীদের মধ্যে কোম্পানিটি বিতরণ করবে ১ হাজার ৬৪ কোটি টাকা। কোম্পানি–সংশ্লিষ্টরা বলছেন, স্কয়ার ফার্মা তাদের ব্যবসার ইতিহাসে গত অর্থবছরেই রেকর্ড মুনাফা করেছে। কোম্পানিটি শেয়ারবাজারে ১৯৯৫ সালে। তালিকাভুক্তির পর গত অর্থবছরে রেকর্ড মুনাফার পাশাপাশি শেয়ারধারীদের জন্য রেকর্ড লভ্যাংশ...