জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভে শিক্ষার্থীরা—‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোর রক্ষা নাই’; খুন হয়েছে আমার ভাই,‘বর্ষা তোর রক্ষা নাই’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘জ্বালো রে জ্বালো আগুন জ্বালো’ ইত্যাদি স্লোগান দেয়। এ সময় পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রিপন রউফ রিপন বলেন, পুলিশ যে ঘটনার বিবরণ দিয়েছে তা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তারা এখনো সঠিকভাবে তদন্ত করতে পারেনি। আমি দাবি জানাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের...