বুধবার (২২ অক্টোবর সন্ধ্যা পৌনে ৬টার স্থানীয়রা ঐ রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু (১৭) নামে দুই ধর্ষককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। অন্য দুই ধর্ষক পলাতক রয়েছে। পলাতক ধর্ষকরা হচ্ছে, সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২)। স্থানীয় পুলিশ সূত্র জানায়, গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কিশোরী স্থানীয় অযোধ্যা কালি মন্দিরে তার আত্মীয়ের সাথে পূজা দেখতে যায়। ওই সময় ৪ জন স্থানীয় যুবক তাকে কথা বলার কথা বলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ...