কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৯ জন জিম্মিসহ মানব পাচারকারী চক্রের তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে পাহাড়ে এবং পরে সাগরে অভিযান চালায় বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।আরো পড়ুন:খুলনায় নারীকে গলা কেটে হত্যা, যুবক আটকশরীয়তপুরে ট্রাক থামিয়ে চাঁদা আদায়, আটক ২ আটকরা হলেন, টেকনাফ মহেশখালিয়া পাড়ার মো. সলিম (৩৫), মো. নুরুল আবছার (১৯) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মনসুর আলম (২২)। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, মঙ্গলবার দিনের শুরুতে পাহাড়ে সশস্ত্র পাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দেওয়ার পর বিজিবি সমুদ্র উপকূলে বিশেষ নজরদারি শুরু করে। রাতে মেরিন ড্রাইভ সৈকতের একটি পয়েন্টে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে। তিনি...