ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার সন্ধ্যায় জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ডাকাত, ছিনতাইকারী, গরু চোর ও মাদক সিন্ডিকেটের সদস্যরা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য এবং ৪ মামলার আসামি শাহাদাত হোসেন রিমন (৩৫)সহ মাদক সিন্ডিকেটের আরও ৭ জন অপরাধীকে গ্রেপ্তার করে। দাগনভূঞা থানা পুলিশের অভিযানে ১ জন ছিনতাইকারী ও আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্যসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়। সোনাগাজী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি...