জুলাই সনদকে ঘিরে দেশের রাজনীতিতে যে ত্রিমুখী বিভাজন তৈরি হয়েছে, তা নতুন এক বাস্তবতার জন্ম দিয়েছে। সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে গড়ে ওঠা সংস্কারপন্থি ঐক্যের চিত্র যেন হঠাৎ করেই পাল্টে গেছে।জন্মলগ্ন থেকেই জামায়াতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এনসিপি এখন জামায়াত ও বিএনপি—দুই দলেরই কঠোর সমালোচনা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে যে ঐক্যের ঘোষণা এসেছিল, তা আসলে রাজনৈতিক বাস্তবতার জটিল ছায়াতেই জন্ম নিয়েছিল। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে ঐকমত্য হলেও সনদের আইনি ভিত্তি কী হবে, গণভোট কখন হবে, ভিন্নমত থাকা প্রস্তাবগুলোর বাস্তবায়ন কী হবে—এই তিন বিষয়ে রাজনৈতিক মতপার্থক্য কাটেনি। বিশেষ করে সনদের বাস্তবায়ন কাঠামো ও সময়সীমা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়, সেটিই পরবর্তীতে আস্থার সংকটে রূপ নেয়। সনদ চূড়ান্ত...