জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ কথা বলেন। ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন সেই সাথে নির্বাচনের আগে যে সংস্কারগুলো জরুরি তা সম্পন্ন করার জন্য সরকারকে জানিয়েছি। সনদ বাস্তবায়ন নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা বলেছি, এটি আদেশ আকারে জারি করার জন্য। কারণ, অধ্যাদেশ খুবই দুর্বল। তিনি বলেন, এ বিষয়ে অনেক বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বসা হচ্ছে। আমরা বসেছি, সরকারও বসেছে। সবাই আদেশের কথা বলছে। আদেশের ভিত্তিতে গণভোট হবে। বিএনপি প্রথমে গণভোটে দ্বিমত করলেও এখন সম্মত হয়েছে। এজন্য বিএনপিকে ধন্যবাদ। তিনি আরও বলেন, তবে বিএনপি...