ঢাকা: জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে, বিশেষ আদেশের মাধ্যমে সনদটি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দলটি।বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।তিনি বলেন, বিশেষ আদেশ এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদ বৈধতা পাবে। এই সনদ বাস্তবায়ন না হলে সবকিছু পণ্ডশ্রম হবে। আইনে ব্যত্যয় না হলে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা। তবে রাষ্ট্রপতি বিশেষ আদেশ দিতে পারেন না। এ সময় অধ্যাদেশ দিয়ে সাংবিধানিক পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আর নির্বাচনের দিন গণভোট...