পুলিশ জনায়, মামলার দীর্ঘ তদন্তে বিভিন্ন স্থানে অভিযান করে সর্বশেষ বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে নিজ বসতবাড়ী হইতে মামলার এজাহারনামীয় আসামী শুভ চন্দ্র নাথকে গ্রেফতার করা হয়। মামলার এজহারে জানা যায়, গত ১৩ জুলাই দিবাগত রাতে নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় বাদাম বিক্রেতা মাখন চন্দ্রের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকালে নিহতের মরদেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পুলিশের সন্দেহ তৈরি হয়। ময়নাতদন্ত ও সন্দেহের সূত্র ধরে নিহতের ভাই রাখাল চন্দ্র নাথ (৭০) বাদী হয়ে রামগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার শুভ চন্দ্র নাথ (১৯) রামগড় পৌরসভার উত্তর গর্জনতলী এলাকার বাসিন্ধা নিহত মাখন চন্দ্র নাথের ছেলে। ঘটনার বিবরণে জানা গেছে, গত ১৩ জুলাই নিহতের নিজ বসতঘরের সামনের বারান্দায় পিতা ও পুত্রের মধ্যে ঝগড়াঝাটি ও কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষোভের বশবর্তী হয়ে...